শংকরচন্দ্র স্বনির্ভর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিজাম উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….ওয়া ইন্না ইলাইহির রাজেউন)। গত শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার বারডেম জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। প্রয়াত নিজাম উদ্দীন চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মৃত রফিউদ্দিন ম-লের ছেলে। গত শুক্রবারই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে।
পরিবারসূত্রে জানা গেছে, প্রাক্তন প্রধান শিক্ষক নিজাম উদ্দীন শংকরচন্দ্র স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবেও বেশ পরিচিত ছিলেন। চাকরি শেষে শিষে তিনি অবসর জীবনযাপন করছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত মাসে তিনি গুরুতর অসুস্থ হয় পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১২দিন চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, জামাতা, নাতনি, আত্মীয় স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, শুক্রবার বাদ মাগরিব নিজাম উদ্দীনের পৈত্রিক নিবাস ঝিনাইদহের হরিণাকু- উপজেলার শ্রীপুরে তার প্রথম জানাজা এবং বাদ এশা চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি বাইতুস শরিফ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাতগাড়ি পারিবারি কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।