শারদীয় দুর্গা উৎসব আসন্ন : চুয়াডাঙ্গার বিপনি বিতানে বেড়েছে ভিড়

আনোয়ার হোসেন: চুয়াডাঙ্গায় পূজার কেনা কাটা শুরু হয়েছে। বাজারে বেড়েছে ভিড়। বিশেষ করে শাড়ি কাপড়ের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত নারী ক্রেতাদের কেনা কাটা লক্ষনীয় হয়ে উঠেছে। চুয়াডাঙ্গায় এবার ১১০টি ম-পে শারদীয় দুর্গাৎসবের আয়োজন করার প্রস্তুতি চলছে। কম বেশি হতে পারে। শারদীয় দুর্গাপূজার আর বেশি দেরি নেই। গত ১৭ সেপ্টেম্বর ছিলো মহালয়া। ২২ অক্টোবর মহা ষষ্ঠী। ২৬ অক্টোবর বিজয়া দশমী। কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার বাজারে পূজার কেনা কাটা চলছে। বাড়ির গৃহকর্তাদের জন্য ধুতি পাঞ্জাবি আর গৃহিনীদের জন্য যেমন শাড়ি কাপড় কেনার ধুম, তেমনই ছেলে-মেয়েদের জন্য কেনা হচ্ছে তাদের পছন্দের জামা প্যান্ড পায়জামাসহ হরেক নামের পোষাক। করোনা পরিস্থিতির মধ্যে কিছুটা কেনা কাটা জমে ওঠায় বিক্রেতাদের মধ্যেও স্বস্তির শ^াস। চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন গলি, সমবায় নিউ মার্কেট, মুন সুপার মার্কেট, প্রিন্সপ্লাজা, আব্দুল্লাহ সিটিসহ রেলবাজারের আলহাজ শাহাবুদ্দিন মার্কেটসহ আশপাশের বিপনি বিতানগুলোর ব্যবসায়ীদের মন্তব্য জানতে চাওয়া হলে তারা বলেন, করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। পর পর দুটি ঈদ গেলো কেনা বেচা হয়নি বললেই চলে। পূজার কেনা কাটা চলছে। তবে এখনও পর্যন্ত আশাতীত নয়। অপরদিকে প্রসাধনীর দোকানেও টুকটাক ভিড় জমছে। কয়েকদিনের মধ্যে এসব দোকানেও ভিড় জমে উঠবে। পাদুকার দোকান? কেনা বেচা বেড়েছে।

Comments (0)
Add Comment