শিকলবন্দি হতদরিদ্র আকিদুলের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গার জুয়েলার্স ব্যবসায়ী ভোলা

স্টাফ রিপোর্টার: শিকলবন্দি যুবক আকিদুলের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন চুয়াডাঙ্গার জুয়েলার্স ব্যবসায়ী জিতেন কুমার সান্তারা ওরফে ভোলা। আকিদুলের প্রতি মাসের ওষুধপথ্যের ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন চুয়াডাঙ্গার ছোটসলুয়া গ্রামের হতদরিদ্র আকিদুল ইসলাম। শরীর থেকে বিচ্ছিন্ন করতে হয় তার বাম পা। সে সময় নিজের সর্বস্ব দিয়ে এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় বহন করা হয় চিকিৎসার ব্যয়। বর্তমানে শিকলবন্দি জীবনযাপন করছেন আকিদুল। এ বিষয়ে গত রোববার দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত প্রতিবেদন দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চুয়াডাঙ্গার শেখপাড়ার জিতেন কুমার সান্তারা। আকিদুলের প্রতিমাসে ওষুধ খরচের ৩ হাজার টাকা করে প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া আকিদুলের জন্মনিবন্ধন আজও না হওয়ায় তা দ্রুত প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

Comments (0)
Add Comment