শৈলকুপায় পরিত্যাক্ত ভবনে এস এস সি পরীক্ষা : ফ্যান পড়ে দুই পরীক্ষার্থী আহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি বিদ্যালয়ের পরিত্যাক্ত কক্ষে এসএসসি পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পরীক্ষার প্রথমদিন উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ফ্যান খসে পড়লে দু’জন আহত হয়। পরে পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তারা আবার পরীক্ষা দেয়। জানা গেছে, শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের কেন্দ্রের ভেনু হিসেবে শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় ব্যবহার করছে। বিদ্যালয়ে পরিচ্ছন্ন নয়টি কক্ষ থাকলেও পরিত্যাক্ত একটিতে পরীক্ষা নেয়া হচ্ছিল। হঠাৎ সেই কক্ষের একটি ফ্যান খসে পড়লে রাকিবুল ইসলাম ও শানজাহান ইয়াসমীন নামে দুই পরীক্ষার্থী সামান্য আহত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লেচপাতি খাতুন জানান, অনেক ভালো কক্ষ থাকতেও পরিত্যাক্ত রুমে কেন পরীক্ষা নেয়া হচ্ছে, তা জানেন না। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি। শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাসুদ করিম বলেন, অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী সামান্য আঘাত পায়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা স্বাভাবিকভাবে পরীক্ষা দেয়। তবে কেন পরিত্যাক্ত কক্ষে পরীক্ষা নেয়া হচ্ছে, তা তিনি এড়িয়ে যান।  শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বনি আমিন জানান, খবর পেয়ে পরবর্তী পরীক্ষাগুলো অন্য কক্ষে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

Comments (0)
Add Comment