স্টাফ রিপোর্টার: শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এদেশ নতুন করে’ শ্রমজীবী মানুষের অধিকার- বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে।
ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতা-শ্রমিকের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা হলো নতুন বাংলাদেশ গড়ার। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরোনো বাংলাদেশের মতো থেকে যায়। তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমিক মালিক সু-সম্পর্ক স্থাপনে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক-মালিকের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থান এবারের মে দিবসে ভিন্নতা সৃষ্টি করেছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, অভ্যুত্থান এবারের মে দিবসে আমাদের সামনে নতুন সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হলো-নতুন বাংলাদেশ গড়ার, যে প্রতিশ্রুতি নিয়ে আমাদের সরকার যাত্রা শুরু করেছে। তিনি এই লক্ষ্য অর্জনে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’ সকল পক্ষের মতামত এবং অংশীদারিত্বে সংস্কার কমিশনের রিপোর্ট রচনা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই কমিশনের সুপারিশ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা করতে পারব। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, নতুন বাংলাদেশ গড়ার পথে যে যাত্রা শুরু করেছি সেই পথ চলা অব্যাহত রাখবো। গতিশীল অর্থনীতির জন্য শ্রমিক-মালিকের ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সরকার প্রধান বলেন, একটি জাতির উন্নতির মূলে রয়েছে শ্রমজীবী ও দায়িত্বশীল মানুষের অবদান। বাংলাদেশের পোশাক খাত সহ প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকদের পরিশ্রম ও মালিকের মেধা। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। সম্ভাবনাময় একজন শ্রমিক যেন উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে পারে, তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
চুয়াডাঙ্গায় মহান মে দিবস দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বড়বাজার শহীদ হাসান চত্বর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাস, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক, শ্রম পরিদর্শক ফরজুন ইসলাম ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইমলাম মনি বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে রেলওয়ে শ্রমিকদলের সভাপতি মো. নুরুজ্জামান, বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, জেলা বাস- মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাহীম শেখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, চুয়াডাঙ্গায় মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ এ শ্লোগানে গত বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা জাতীয়তবাদী শ্রমিকদলের উদ্যোগে শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে বড়বাজার শহীদ হাসান চত্বরে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু ও শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
অপরদিকে, চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদযাপন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জাতীয়তাবাদী শ্রমিক দল। গত বৃহস্পতিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজ চত্বর থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে ‘শ্রমজীবী মানুষের আধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা পৌর সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাহফুজ আহমেদ, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি মাহবুব আশিক ও ফেডারেশনের চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি আসাদুজ্জামান।
অন্যদিকে, চুয়াডাঙ্গায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা মুক্ত-মঞ্চে আয়োজিত সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি মো. নাজিম উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন জীবননগর থানা শাখার সভাপতি কারি জিল্লুর রহমান। ইসলামী সংগীত পরিবেশন করেন প্রতিবাদী শিল্প গোষ্ঠীর পরিচালক ও জীবননগর থানা শাখার সাধারণ সম্পাদক ইসলামুল হক রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান সজিব। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজ, সেক্রেটারি প্রকৌশলী তুষার ইমরান সরকার, যুব আন্দোলনের সভাপতি মীর শফিউল ইসলাম এবং ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইব্রাহিম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মো. আবদুর রহমান, মাওলানা মেহেদী হাসান শাহিন, মো.মোনায়েম হোসেন, মাসুদ রানা, আলামিন সোহাগ, মো. সালাউদ্দিন, মো. আব্দুর রশিদ, মো. আবুল কাশেম, মুকুল হোসেন, কারী জিল্লুর রহমান, গোলাম কিবরিয়া, মো. আবু সাঈমা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মেহেদী হাসান শাহিন।
চুয়াডাঙ্গায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সরকারি কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনার বেদীতে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভাপতিত্ব করেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ। আলোচনায় অংশ নেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি বজলুর রহমান জোয়ার্দার এবং উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবীবী জহির রায়হান। তারা শ্রমজীবী মানুষের অধিকার, মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং আজকের প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। আলোচনার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। অরিন্দম, উদীচী, সংলাপ ও আবৃত্তি পর্ষদের শিল্পীরা পরিবেশন করেন গণসংগীত, আবৃত্তি ও নৃত্য। দর্শক-শ্রোতারা উপভোগ করেন প্রাণবন্ত এই পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দমের সাধারণ সম্পাদক হিরন-উর-রশীদ শান্ত এবং আবৃত্তি পর্ষদের পরিচালক মনোয়ারা খুশি।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে আলমডাঙ্গায় মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পৌর টার্মিনালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ উজ্জ্বল শেখের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা আলা উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুল হক, যুগ্মসম্পাদক বিল্লাল হোসেন, সহসম্পাদক রবিউল ইসলাম, সাংগঠিনক সম্পাদক কদম আলী, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, জেলা যুবদলে সহসভাপতি আবুল কালাম আজাদ, মাগরিবুর রহমান, পৌর যুবদলের যুগ্মআহবায়ক আসাদুজ্জামান মিন্টু, ফারুক উজ্জামান, হাফিজুর রহমান, উপজেলা যুকদলের সদস্য আলা উদ্দিন আলা, বণিক সমিতির ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, বিএনপি নেতা ফরহাদ হোসেন, বাকী বিল্লাহ, বুলু, যুবদল নেতা আলমগীর, আসলাম, বাবু, ঠান্ডু, শ্রমিক ইউনিয়নের সদস্য কিপাইতুল্লাহ, মনিরুল ইসলাম, রাকিব, ছানোয়ার হোসেন, জুলু, শিশির, রফিকুল, শামীম, সালাম, ইদ্রিস, আসাদ, কবীর প্রমুখ।
এদিকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখা এবং ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক মে দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। আলিফ উদ্দিন সড়ক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি মামুন রেজা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং বর্তমানে কৃষিজীবি বিভাগের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম। পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল্লাহ হাসানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শামীম রেজা প্রমুখ।
এদিকে ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের আলোচনাসভায় সংগঠনের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। আলোচনাসভা উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
ভ্রাম্যমান প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাংনী আসমানখালী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে শ্রমিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাংনী আসমানখালী সাংগঠনিক থানা শাখার সভাপতি আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জি এ সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইমরান হুসাইন, মাওলানা জহুরুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. শাহাজান আলি, জিএ থানা ছাত্রশিবিরের সভাপতি রাব্বি হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির ডা. নজরুল ইসলাম, হারদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা গিয়াস উদ্দিনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন ইউনিয়নের ইউনিট ও ওয়ার্ড থেকে আগত শ্রমিকনেতা ও কর্মীবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেক্রেটারি ইকরামুল হক। সঞ্চালনা করেন শ্রমিক নেতা মাওলানা হাসানুজ্জামান।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। এ দিবসে দর্শনায় শ্রমিকদল, মোটর শ্রমিক ইউনিয়ন, কেরুজ শ্রমিক সংগঠন, রেলওয়ে শ্রমিকেরা শোভাযাত্রা, আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবস পালন করেছে। দর্শনা জাতীয়তাবাদি শ্রমিকদল, রেলওয়ে শ্রমিকদল ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে জাতীয় এবং শোক পতাকা উত্তোলন শেষে রেলবাজারের শাহরিয়ার শুভমুক্ত মঞ্চ থেকে শোভাযাত্রা বের করে। কেরুজ আনন্দবাজার চত্বরে অনুষ্ঠিত শোকসভায় দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম তরফদার সাবু, প্রধান আলোচক ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম জাকারিয়া জাকির, শ্রমিকনেতা সরোয়ার হোসেন, রেলওয়ে শ্রমিক নেতা হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম আরুক, লিটন প্রমুখ। উপস্থাপনা করেন শ্রমিকনেতা হারুন অর রশিদ। চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। পরে বের করা হয় শোভাযাত্রা। আলোচনা ও কাঙ্গালিভোজের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। সভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর শাখার সভাপতি ইসরাইল হোসেন হাবু। আলোচনা করেন সাধারণ সম্পাদক মজিবুল আলম বকুল, সাবেক সভাপতি মোতালেব হোসেন, যুগ্মসম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ সবুজ ও তৈয়ব আলী, সংগঠনে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। তৈয়ব আলী সংগঠনের আলোচনাসভা বক্তব্য দেন, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক যুগ্মসম্পাদক মোস্তাফিজুর রহমান, ইদ্রিস আলী, আব্বাস আলী, সাইফুদ্দিন সুমন, ইয়াসির আরাফাত মিলন, আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম আরুক, ওমর ফারুক, আনিসুর রহমান, জাহিদুল ইসলাম, মাসুদ মোল্লা, আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শ্রী দীপেন কুমার, মিলন হোসেন, কবির মল্লিক, বখতিয়ার হোসেন, প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম মুকুল। ফিরোজ আহমেদ সবুজ সংগঠনে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। শোভাযাত্রা শেষে সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভার সভাপতিত্ব করেন সংগঠনের কর্ণধার ফিরোজ আহমেদ সবুজ। আলোচনা করেন শ্রমিকনেতা মফিজুল ইসলাম, নুর ইসলাম, জহিরুল ইসলাম, মাজেদুল ইসলাম ডাবলু, বাবর আলী, ইসমাইল হোসেন, মানিক মিয়া, আবুল কালাম, রবিউল ইসলাম সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হারিজুল ইসলাম।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টায় জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যলয় শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকালে কার্পাসডাঙ্গা বাজারে একটি র্যালি বের করে শ্রমিক নেতৃবৃন্দ। র্যালি শেষে কাস্টমমোড় অফিস প্রাঙ্গনে সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্মআহবায়ক ও কার্পাসডাঙ্গা শাখার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন খসরু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি আব্দুল হাই মেম্বার, বর্তমান সাধারণ সম্পাদক মো. মুলতান, যুগ্মসাধারণ সম্পাদক মো. শামিম, সাংগঠনিক সম্পাদক মামুন কোষাধক্ষ আব্দুল করিম, শ্রমিক নেতা সিদ্দিক, হিরক, শুকুর আলী, মিলন, বাবুল ম-লসহ শ্রমিক নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও. আব্দুল জাব্বার।
মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। র্যালিটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পৌরসভা প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়।
এদিকে, মেহেরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে পুরাতন বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুড়ের আড়ৎ এর সামনে এসে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা। পরে আহসান হাবীব সোনার সভাপতিত্বে সাধু বার্নবার গির্জা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রমিক কল্যাণ সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক সেন্টু শেখ। র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহাবুব এলাহী, সহ সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দীন, কোষাধ্যক্ষ মিন্টু, সদস্য শরিফুল ইসলাম, আনারুল ইসলাম, গাংনী উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম, বামুন্দী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুন্না, কদারগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, দরবেশপুর শাখার সাধারণ সম্পাদক আজমসহ শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অপর দিকে, মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কোর্ট রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি সড়কে গিয়ে শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ তরুণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল আলম খান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ ম-লের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ উদ্দিন, সাবেক সভাপতি লালন হোসেন প্রমুখ। এদিকে এর আগে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ ম-লের নেতৃত্বে র্যালিটি মুজিবনগর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।