সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে

দর্শনায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জিপু চৌধুরী

দর্শনা অফিস: দর্শনায় স্বেচ্ছসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দর্শনা পৌর এলাকার ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আজমপুর ইটভাটা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা দেয়া হয়। শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করেন নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, যতই দিন যাচ্ছে, ততই উন্নত হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। স্বেচ্ছাসেবক লীগ যেনো মানুষের সেবায় ব্রত থাকে। মাদককে শূন্যের কোটায় আনতে মাদককে না বলতে হবে। মনে রাখতে হবে আমরা ভোগে নয় ত্যাগে বিশ্বাসী। দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কাজ করতে হবে আমাদের। মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকবো আমরা এ হোক আমাদের অঙ্গিকার। দর্শনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুজাইফা মল্লিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, ইমরান আহমেদ বিপ্লব, দামুড়হুদা উপজেলা শাখার আহ্বায়ক বাবু, চুয়াডাঙ্গা পৌর আ.লীগের সভাপতি আ. হালিম ভূলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন খন্দকার, খায়রুল ইসলাম টোকন, মশিউর রহমান রানা, মোক্তার মিলন, নাজমুল, শুভ, বাধন, জাহাঙ্গীর, অন্তর, আশিকুর, রণি, রাসেল, বিপ্লব, মুকিত, শিমুল, প্রিতম, রক্তিম, আকাশ, সাজন, আশিক, সাইফুল, ইমন, সোহাগ, পাবন প্রমুখ। দর্শনা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলামুল হক আলামিনের সার্বিক পরিচালনায় আলোচনা পর্ব শেষে ৩ নং ওয়ার্ড শাখার কমিটি ঘোষণা করেন জিপু চৌধুরী। দর্শনা পৌরসভার ৩নং ওয়ার্ড শাখার এ কমিটির সভাপতি তরিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক অন্তু শেখ, যুগ্ম-সম্পাদক রবিন মল্লিক ও সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ। আগামী ১০ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে মনোনীত এ ৪ সদস্যের কমিটিকে।

Comments (0)
Add Comment