সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার নাটুদাহের চারুলিয়া গ্রামে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেবার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা আরামপাড়ার খোরশেদের বিরুদ্ধে। এ বিষয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগে জানাগেছে, নাটুদাহের চারুলিয়া গ্রামের শাহিনের ছেলে হৃদয়কে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নাম করে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার মৃত সামছুদ্দিনের ছেলে খোরশেদ আলম। বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিচ্ছেন না খোরশেদ। এ বিষয়ে শাহিন অভিযোগ করে বলেন, আমার ছেলে হৃদয়কে সেনাবাহিনীতে চাকরি দেবে বলে তিনি সাড়ে ৫ লাখ টাকা দাবি করেন। আমি দেড়লাখ টাকা দিয়েছি। বাকী টাকা পরে দেবো বলে জানাই। কিন্তু তিনি চাকরি দিতে পারেননি। পরবর্তীতে আমি টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা করছেন।

 

Comments (0)
Add Comment