সোনালী ব্যাংকের শাখা সরিয়ে নেয়ায় গোকুলখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গোকুলখালী বাজার থেকে সোনালী ব্যাংক লিমিটেডের শাখা সদর উপজেলার ভালাইপুর মোড়ে স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার দুপুরে গোকুলখালী বাজার কমিটি, ব্যাবসায়ী মহল ও এলাকাবাসীর উদ্যোগে গোকুলখালী বাজারে সোনালী ব্যাংকের সামনে চুয়াডাঙ্গা-মেহেরপুর রোডে এসব আন্দোলন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে দাবির পক্ষে বক্তব্য রাখেন, চিৎলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, বাজার কমিটির সভাপতি শরীফ উদ্দীন টোকন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, ব্যাংক গ্রাহক তুগরিল খান, আবু বকর, রাজীব ফেরদৌস, জামাল সাদিক, মীর আব্দুল আওয়াল প্রমুখ। বক্তারা বলেন, গোকুলখালী বাজারে একটি কলেজ, একটি মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস ও সাপ্তাহিক পশুহাট ও পানহাটসহ বাজারে গুরুত্বপূর্ণ অনেক দপ্তর আছে। তিন হাজারেরও বেশি রেমিটেন্সযোদ্ধা এ শাখার মাধ্যমে পরিবারে কাছে অর্থ পাঠিয়ে থাকেন। তাই, ৪৬ বছরের পুরোনো এ শাখা স্থানান্তর কোনোভাবে মেনে নেয়া হবে না। বক্তারা আরো বলেন, আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে ৪৬ বছরের পুরোনো সোনালী ব্যাংকের শাখাটি চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে স্থানান্তর না করা দাবী জানিয়ে সোনালী ব্যাংকের উর্ধ্বতনের সু-দৃষ্টি কামনা করেছেন।

Comments (0)
Add Comment