স্কুলছাত্রীকে ধর্ষণ ও টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও টাকা আত্মসাতের প্রতিবাদে ধর্ষকের শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কে মিস্ত্রিপাড়া ফুড গোডাউনের সামনে সচেতন যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চের আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি শেখ রাশেদুজ্জামান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন মির্জা আতিকুর রহমান প্লাবন, মীর জ্যাকি, রিপন হোসেন, মিঠুন, আওয়াল হোসেন, সাকিব, পিয়াস, স্বাধীন, ধর্ষিতার পিতা খোদাবক্স ওরফে বল্টু কামার ও মা রশিদা খাতুন প্রমুখ।
প্রসঙ্গত: আন্দুলবাড়িয়া গোডাউনপাড়ার মৃত এনামুল হকের ছেলে জামাল হোসেন (২৮) প্রতিবেশী এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক গড়ে তোলে। অবশেষে বিয়ে করতে নানা অজুহাত ও টালবাহনা করায় ওই যুবতী গত ৪ ফেব্রুয়ারি প্রেমিক জামাল হোসেনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনঢ় অবস্থান নিয়েছে। প্রেমিক জামাল অবস্থা বেগতিক দেখে বাড়ি ছেড়ে আত্মগোপন করেছে।

Comments (0)
Add Comment