স্বামীর ওপর অভিমান : বিষপান করে চন্দ্রবাসের গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: স্বামীর ওপর অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের গৃহবধূ রোজিনা খাতুন। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতপরশু মঙ্গলবার শিম ক্ষেতে দেয়া বিষপান করেন তিনি। জানা গেছে, দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মাসুম বিল্লার সাথে মঙ্গলবার সকালে খাবার নিয়ে স্ত্রী রোজিনা খাতুনের কথা কাটাকাটি শুরু হয়। তুচ্ছ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা বিষপান করেন রোজিনা খাতুন (৩০)। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। গতকাল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোজিনা খাতুনের পাশে থাকা স্বজনরা বলেছেন, মাসুম বিল্লাহ দীর্ঘ একবছর ধরে মারণব্যাধি ক্যান্সার রোগে ভুগছেন। যার ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। অভাব-অনটনের কারণে প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দিতো।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ দত্তাইল গ্রামে বিষপান করে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছেন গৃহবধূ নাজমা আক্তার। শাশুড়ি সাহিদা বেগমের সাথে ঝগড়ার-বিবাদের কারণে দত্তাইল গ্রামের আজানুর আলীর স্ত্রী দুই সন্তানের জননী নাজমা আক্তার (২৮) গত মঙ্গলবার বিষপান করেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments (0)
Add Comment