ামুড়হুদার আরামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানিবন্দি নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতর ও যাতায়াতের একমাত্র রাস্তাটি পানিবন্দি থাকে। যার কারনে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী-শিক্ষকরা। এর নেতিবাচক প্রভাব পড়ে শিক্ষা কার্যক্রমেও। সরেজমিনে ঘুরে দেখা গেছে বিদ্যালয়ের ভিতর পানিবন্দি। শিক্ষার্থীকে পানি ডিঙ্গিয়ে হাঁটাচলা করতে দেখা গেছে। ভেজা শরীর নিয়ে ক্লাস করছে তারা। দিনের পর দিন এভাবে ভিজে তারা স্কুলে যাতায়াত করে। অনেক শিক্ষার্থী এই পরিবেশে স্কুলে আসতে ভয় পায়। ফলে শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। প্রতিষ্ঠানের শিক্ষক বিল্লাল হোসেন জানান আরামডাঙ্গার একমাত্র স্কুলের রাস্তাটি দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টি হলেই রাস্তার উপরে জলাবদ্ধতার কারণে গ্রামের সাধারন মানুষসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দূর্ভোগের শিকার হয়। অতিবৃষ্টির সময়ে বিদ্যালয়টি পুকুরে পরিনত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আমাদের বিদ্যালয়ে বৃষ্টির সময় অনেক দিন ধরে পানিবন্দি হয়ে থাকে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যার সম্মুখিন হচ্ছে। এ সময় তারা পানি ডিঙ্গিয়ে স্কুলে আসে। পোষাক ভিজে যায় তাদের। স্কুলের শিক্ষার্থীরাসহ মহল্লাবাসি ভোগান্তিতে পড়ে। এখানে পানি নিস্কাশনের বিষয়টি হচ্ছে প্রধান। বিষয়টি সমাধানের জন্য উর্ধতণ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।