৬৬ লিটার সয়াবিন তেল উদ্ধার : জরিমানাসহ উদ্ধারকৃত তেল ন্যায্য দামে বিক্রি

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ৬৬ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফত চুয়াডাঙ্গা। গতকাল দুপুরে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়স্থ মজিদ স্টোরের গোডাউন থেকে এ তেল উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা ও উদ্বারকৃত তৈল ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। এছাড়া একটি চালের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষন অধিপ্তরের সহকারী পরিচালন সজল আহমেদ বলেন, মুন্সিগঞ্জ বাজারের মুদি দোকানি আব্দুল মজিদের গোডাউন থেকে চিপস দিয়ে ঢাকা লুকানো অবস্থায় মোট ৬৬ লিটার বোজতজাত সয়াবিন তৈল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ১৬টি ১ লিটারের বোতল সয়াবিন তেল, ও ১০টি ৫ লিটারের বোতল, মোট ৬৬ লিটার সয়াবিন তৈল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল স্থানীয় ভোক্তাদের মধ্যে ন্যয্যমূলে বিক্রি করা হয়। এছাড়া আব্দুল মজিদকে ভোক্তা অধিকার আইনে ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। অপরদিকে মুন্সিগঞ্জ বাজারে জননী চালের আড়তের পরিচালক মাজহারুল ইসলাম খোকনকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা মার্কেটিং অফিসার সহিদুল ইসলামসহ মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ফোর্স।

Comments (0)
Add Comment