চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহে নারী ও  শিশু নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও আলোচনা

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চত্বরে নারী ও শিশু নির্যাতন সহিংসতা প্রতিরোধে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। শঙ্করচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমানের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত মাহাম্মুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, উদীচী ডিঙ্গেদহ শাখার সভাপতি আব্দুল হান্নান, শঙ্করচন্দ্র ইউপি সদস্য আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উদীচী জাতীয় কমিটির সদস্য আব্দুস ছাত্তার, উদীচী শঙ্করচন্দ্র ইউপি শাখার সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য রোজিনা খাতুন, আলোমতি, আপিল হোসেন, আশাবুল হক আশা, ঠান্ডু, মুরাদ প্রমুখ। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ডিঙ্গেদহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।

Comments (0)
Add Comment