আলমডাঙ্গার খাদিমপুর ইউপির ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্যের শপথগ্রহণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে উপ-নির্বাচনে নবনির্বাচিত সদস্য শিমুল হোসেনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মাসুদ কামাল। আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। শপথ গ্রহণ শেষে আলোচনাসভায় তিনি বলেন, সমাজ উন্নয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও মেম্বারদের ভূমিকা অনেক বেশি। মেম্বারদের তৃণমূল পর্যায়ে এলাকার মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হবে। প্রতিবন্ধীদের উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। কাউকে পিছিয়ে রাখা যাবে না।

শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন। সবচেয়ে বড় কথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ২০ লাখ দক্ষ লোক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছেন। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এর মধ্য দিয়ে আমরা ২০৪১ সালে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাজু আহমেদ, বাদশা বুলবুল, আলামিন প্রমুখ।

জানাগেছে, গত জুন মাসে খাদিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুল্লাহ মালিথার মৃত্যুজনিত কারণে উক্তপদটির শূন্যস্থলে ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে শিমুল হোসেন বিজয়ী হন।

Comments (0)
Add Comment