দৃঢ়চিত্তে মনোনয়নপত্র দাখিল করলেন মুজিবুল হক মজু

স্টাফ রিপোর্টার: দৃঢ় চিত্তে দলীয় নেতাকর্মীসহ সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বিশ^াসকে পাশে নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর মুজিবুল হক মজু বলেছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি আমাকে প্রার্থীতা দেয়ার জন্য কেন্দ্রে প্রস্তাব দেয়ার পর কীভাবে সিদ্ধান্ত বদলেছে জানি না। জেলা বিএনপিসহ পৌরবাসী আমার পাশে আছে বলেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দীর্ঘদিন ধরে গণসংযোগসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন মুজিবুল হক মজু। দলীয় প্রার্থীতা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনিকে দেয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মজু প্রার্থী হচ্ছেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন। বেলা ২টার দিকে মনোনয়ন জমা দেয়ার সময় মুজিবুল হক মজুর পাশে ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ অহিদুল ইসলাম বিশ^াস, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ আলী কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজনু ম-ল, পৌর বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম হারুনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে অনেকে এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

Comments (0)
Add Comment