আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ী রফিকুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী ও বিক্রির অপরাধে পারকুলা আবাসনের রফিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। ২২ ডিসেম্বর সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা আবাসনে বসবাসকারী আজির উদ্দিনের জামাতা রফিকুল ইসলাম (২৮)। রফিকুল ইসলাম পূর্বে আলমডাঙ্গা ক্যানেল বাড়ি করে বসবাস করতো। অবৈধ জমি থেকে দখলদারদের উচ্ছেদ করে দিলে রফিকুল তার শ্বশুরের কাছে পারকুলা আবাসনে চলে যায়। সেখানে গিয়ে সে গাঁজা সেবন ও বিক্রি শুরু করে। গতকাল সন্ধ্যার পর পাইকপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গিয়াস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রফিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Comments (0)
Add Comment