অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস: অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সজল নামের এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সজল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সজলকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় সজলকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্বাস আলী উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment