আলমডাঙ্গায় ভেজাল গোখাদ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভেজাল গোখাদ্য বিক্রির দায়ে  ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার সকালে আলমডাঙ্গা পৌর শহররের মিয়াপাড়ায় মিম স্টোর নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মীম স্টোরের মালিক বকুল হোসেন গোখাদ্যের সাথে ভেজাল মিশিয়ে বিক্রি করতেন। গোখাদ্যের বর্তমান বাজার মূল্য বেশি হওয়ায় দোকানি ভেজাল মেশানো শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির নেতৃত্ব একটি দল মীম স্টোরে অভিযান চালিয়ে ভেজাল মিশ্রিত গোখাদ্য বিক্রির প্রমাণ পান। খবর পেয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। ভেজাল গোখাদ্য বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০এর ১২ ধারা লঙ্ঘনে ২০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments (0)
Add Comment