জীবননগরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন

জীবননগর ব্যুরো: জীবননগর পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২০ (অক্টোবর )সোমবার পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঠান্ডু।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার, সদস্যসচিব মনিরব হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, কৃষক দলের আহ্বায়ক ইউনুচ আলী, সদস্যসচিব নাজমুল সবুর, মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হোসেন,প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সামনেই নির্বাচন ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে মাহমুদ হাসান খান বাবুকে ভোটে বিজয়ী করতে হবে। সে ক্ষেত্রে সাধারণ মানুষকে ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে কাছে টানতে হবে। এসময়, স্বতঃস্ফূর্তভাবে জীবননগর পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়।
বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠানে সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।