অবসরপ্রাপ্ত শিক্ষক রামনগরের মহাতাব উদ্দীনের করোনায় মৃত্যু

ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার রামনগরের অবসরপ্রাপ্ত শিক্ষক মহাতাব উদ্দীনের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি…. রাজেউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। মহাতাব উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রামনগর গ্রামের মৃত খোকাই বিশ্বাসের ছেলে এবং মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২২ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন মহাতাব উদ্দীন। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্তের পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মহাতাব উদ্দীনের মৃত্যু হয়। মহাতাব উদ্দীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যসহ শিক্ষার্থীদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। শোকে কাতর হয়ে পড়েন তার ছাত্রছাত্রীরা। শুক্রবার বেলা ১১টার দিকে তাকওয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রামনগর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন। পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন ভালাইপুর মোড়ের ব্যবসায়ী ও বাজার কমিটির ক্রীড়া সম্পাদক মহিউদ্দীন ময়েন।

Comments (0)
Add Comment