অভিযোগ প্রমান হয়নি : স্বপদে বহাল কালীগঞ্জের কৃষকদল নেতা জালাল উদ্দিন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে স্বপদে বহাল রেখেছে ঝিনাইদহ জেলা কৃষকদল। ঝিনাইদহ কৃষকদলের আহ্বায়ক মো. ওসমান আলী বিশ^াস স্বাক্ষরিত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তে কমিটি গঠন করা হয়। কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রমাণ না পাওয়ায় তাকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে, ৯ এপ্রিল রাসেল রানা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠে জালাল উদ্দিনের বিরুদ্ধে। ওই ঘটনা কেন্দ্র করে ১২ এপ্রিল ঝিনাইদহ জেলা কৃষকদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জালাল উদ্দিনের পদ স্থগিত করে।