মেহেরপুর অফিস:মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শত শত মানুষ এতে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং ফ্রি ঔষধ সংগ্রহ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আনসারুল হক, ইলিয়াস হোসেন আলমগীর সাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মদ, সাবেক পিপি অ্যাডভোকেট আবু সালে মোহাম্মদ নাসিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাদক সানি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব সময় অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানুষের দুঃখ-দুর্দশার সময় বিএনপি মাঠে থাকে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।