অসুস্থ হনুমানকে বাঁচাতে রিকশাচালকের মানবিকতা বন্ধ হাসপাতালের গেটে কান্না যেন পশুর ভাষা বোঝে!

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের খন্দকারপাড়ার রিকশাচালক জাকির হোসেন গতকাল শনিবার বিকেলে এক ব্যতিক্রমী মানবিকতার নজির স্থাপন করেন। সার্কিট হাউজের সামনে দিয়ে রিকশা চালানোর সময় তিনি দেখতে পান, একটি হনুমান অসুস্থ অবস্থায় কাঁপছে। দৃশ্যটি দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। জাকির হোসেন দ্রুত হনুমানটিকে নিয়ে পৌঁছে যান মেহেরপুর জেলা পশু হাসপাতালে। তবে শনিবার হওয়ায় হাসপাতালটি বন্ধ ছিল। তারপরেও তিনি এবং স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক গিয়ে হাসপাতালের মূল গেটে ধাক্কা দিতে থাকেন, আশা করছিলেন ভিতরে কেউ রয়েছেন কিনা। স্থানীয় বাসিন্দা মাসুদ জানান, ‘একটি পশুর জন্য মানুষ কীভাবে ছুটে আসতে পারে আজ আমরা নিজের চোখে দেখলাম। মানুষ যদি আন্তরিক হয়, তাহলে পশুও অবহেলিত থাকে না।’ ঘটনাটি গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ঘটে। হনুমানটির শারীরিক অবস্থা গুরুতর হলেও, স্থানীয়দের প্রচেষ্টা ও ভালবাসায় তার জীবন বাঁচানোর চেষ্টা চলতে থাকে। ঘটনার পর পশুপ্রেমি মহলে ব্যাপক সাড়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও রিকশাচালক জাকির হোসেনের প্রশংসা চলছে।