আইসক্রিম ফ্যাক্টরি ও বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গার হাউসপুর এলাকায় ভোক্তাধিকার অধিদফতরের অভিযান

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাউসপুর এলাকায় ভোক্তাধিকার অধিদফতর অভিযান চালিয়ে ১টি আইসক্রিম ফ্যাক্টরি ও ১টি  বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার আইন ক্ষুণœ করায় গতকাল রোববার এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আলমডাঙ্গার হাউসপুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানাগেছে, হাউসপুরের মেসার্স মুছা সুপার আইসক্রিম ফ্যাক্টরিকে আইসক্রিমে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার, মেয়াদ, মূল্য ইত্যাদি না উল্লেখ ও অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে আইসক্রিম বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মেসার্স ফয়সাল বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ধারায় মেসার্স মুছা সুপার আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার ও  ৩৭, ৪৩ ধারায় বেকারিকে ৫ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে সবাইকে মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। তাছাড়া,  উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে অবহিত করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

Comments (0)
Add Comment