আজ বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

স্টাফ রিপোর্টার: আজ বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। মহাকুমা প্রসাশনের অনুমতিক্রমে ১৯৬৬ সালের ২ জুলাই তৎকালীন চুয়াডাঙ্গা মহাকুমার ইউনিয়ন কাউন্সিল অ্যাসোসিয়েশন হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। তৎকালীন কুষ্টিয়া জেলার সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক পয়গামের সংবাদদাতা আবুল খালিদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে এ.কে.এম মুসাকে সভাপতি ও সাফায়েত উদ্দীনকে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন দৈনিক অবজারভার ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী। অন্যান্য সদস্য ছিলেন দৈনিক পাকিস্তান ও দি মর্নিং নিউজের প্রতিনিধি আতিউর রহমান (১), প্রফেসর আব্দুল খালিদ(২), পিপিআই সংবাদদাতা ওয়ালিউর রহমান মালিক টুল্লু (৩) ও দৈনিক আজাদের জেলা প্রতিনিধি মো. মাহাতাব উদ্দিন (৪)। পরবর্তীতে কামরুল আরেফিন, আহাম্মদ আলী, মতিয়ার রহমান সাংবাদিকতায় সংযুক্ত হন।

Comments (0)
Add Comment