স্টাফ রিপোর্টার: আবারো আলোচনায় উঠেছে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার বিষয়টি। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি/গভার্নিং বডির সভাপতি বরাবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্র প্রেরণ করা হয়েছে। গত ৩০ এপ্রিল স্বাক্ষরিত পত্রে (বাংলাদেশ,স্মারক নং – ০৭(খু-১৫৬) জাতীঃবিঃ/ কঃপঃ/কোড-০৮০৩)। বলা হয়েছে, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান প্রসঙ্গে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কলেজে বাংলা বিষয়ের প্রভাষক আয়শা আক্তার রিক্তা জ্যেষ্ঠতম ০৫ (পাঁচ) জন শিক্ষকের মধ্যে না হওয়ার পরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন সম্পূর্ণ বিধি বহির্ভূত। এমতাবস্থায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ এর ধারা ৪ এর উপধারা ২(র) ও (রর) ধারা মোতাবেক কলেজের উপাধ্যক্ষ/জ্যেষ্ঠতম ০৫ (পাঁচ) জন শিক্ষকের মধ্য হইতে যে কোন ০১(এক) জন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান সংক্রান্ত রেজুলেশন, এমপিও শীটের কপি, দায়িত্ব প্রদান সংক্রান্ত পত্র, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদানপত্র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অধিভুক্তি নবায়নের কপিসহ বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেরিত এই পত্রের মাধ্যমে আবারো চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে পরিবর্তন আসতে চলেছে। যা চুয়াডাঙ্গার একটি বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বের পালাবদলে তৃতীয় মাত্রা যোগ হতে চলেছে। যাতে সচেতন মহল, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদদের (অ্যাডহক কমিটি) সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের ১৩ ই ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক শামীমা সুলতানাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছিল। নানা নাটকীয়তা শেষে ৬২ দিনের মাথায় শামীমা সুলতানার নিয়োগ বিধি বহির্ভূত ছিলো, এমন সিদ্ধান্ত নিয়ে কলেজের গর্ভানিং বডির সভায় সেই নিয়োগ রেজুলেশনের মাধ্যমে বাতিল করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয় কলেজের নবম গ্রেডধারী প্রভাষক আয়েশা আক্তার রিক্তাকে। অর্থাৎ ১৬ই এপ্রিল চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডি সভায় সিদ্ধান্তক্রমে আয়েশা আক্তার রিক্তা কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার পরপরই ১৬ এপ্রিল অপরাহ্ণে তড়িঘড়ি করে তিনি চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। আবারো ৩০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আবারো বলা হয়েছে এ দফায়ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার প্রক্রিয়াটিও বিধি বহির্ভূত। সেই হিসেবে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের প্রশাসনিক প্রধান অর্থাৎ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের দায়িত্বে আবারো পরিবর্তন আসতে চলেছে।