স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তানজিল হোসেন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার দুলাভাই উজ্জল গুরুতর আহত হন।সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার এলাকার মুন্সিগঞ্জ বাজার ও নিগার সিদ্দিক কলেজের মাঝামাঝি সাবেক সেলিম চেয়ারম্যানের ভাটার অদূরে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত তানজিল হোসেন আলমডাঙ্গা পৌরসভার বন্ডবিল স্কুলপাড়া গ্রামের বাসিন্দা। সে ওই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, তানজিল তার দুলাভাই উজ্জলের সঙ্গে উপজেলার নাগদহ এলাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় তানজিল মোটরসাইকেলের পেছনে বসে ছিল। মুন্সিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তানজিল হোসেনের মৃত্যু হয়।দুর্ঘটনায় গুরুতর আহত হন তার দুলাভাই উজ্জল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,“সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে তানজিলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।