আলমডাঙ্গার আলোচিত প্রতারক নওদা বন্ডবিলের সাজাপ্রাপ্ত লাল্টু গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: শেষ পর্যন্ত গ্রেফতার হলেন গ্রেফতারি পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আলমডাঙ্গার আলোচিত প্রতারক নওদা বন্ডবিলের লাল্টু মিয়া। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। চেক ডিজঅনার মামলায় ১ বছরের কারাদন্ডাদেশ ও ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানাসহ গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন।

জানা যায়, আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে লাল্টু মিয়া (৫০) ৭/৮ বছর আগে আলমডাঙ্গা বাজারের মৃত জ্যোতিষ চন্দ্র কর্মকারের ছেলে শ্রীদাম কুমার কর্মকারকে ব্যংকের চেক দিয়ে তার বিপরীতে ৪ লাখ ৪০ হাজার টাকা নগদে গ্রহণ করেন। পরে সেই টাকা ফেরত দেয়নি এমনকি ব্যাংক লাল্টুর দেয়া চেকটি ডিজ অনার করে। এ ঘটনায় শ্রীদাম কুমার কর্মকার ২০১৬ সালে আদালতে এ সংক্রান্ত মামলা দায়ের করেন। মামলায় বিজ্ঞ আদালত লাল্টুকে ১ বছরের কারাদ-াদেশ, ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে লাল্টু দীর্ঘদিন গা-ঢাকা দিয়েছিলেন। গতকাল রোববার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম তাকে গ্রেফতার করেছে। আজ সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতার লাল্টু এলাকায় ভয়ঙ্কর প্রতারক হিসেবে পরিচিত। কৃষি ব্যাংক আলমডাঙ্গা শাখার কয়েকজন অফিসারের সহযোগিতায় তিনি কয়েক বছর আগে বিভিন্ন গ্রামের কৃষকের নামে ঋণ উত্তোলন করে আত্মসাৎ, ব্যাংকে দালালিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Comments (0)
Add Comment