আলমডাঙ্গার মাজহাদ গ্রামে ৩ ছাগল চোর ধরে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামে ব্যাটারী চালিত অটো রিক্সা নিয়ে ছাগল চুরি করতে এসে ৩ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার দুপুর ২টার দিকে তাদের আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে এলাকাবাসী। চুয়াডাঙ্গা শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামে মিলনের ছেলে সজিব (২৬), একই গ্রামে মৃত রাহাত আলীর ছেলে সাইফুল (৩৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ পাড়ার আহসানউল্লার ছেলে হাসানকে (৩৫) একটি ব্যাটারী চালিত অটো রিক্সাসহ ছাগল চুরি করার সময় হাতেনাতে এলাকাবাসী আটক করে। আটক ৩ জনকে গণধোলাই শেষে পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশে দিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, মাজহাদ গ্রামের মৃত কিয়ামদ্দিনের ছেলে আমিরুলের একটি প্রায় ১০ হাজার টাকা মূল্যের খাসি ছাগল রাস্তার পাশে ঘাস খাচ্ছিল। এ সময় একটি অটো রিক্সা ছাগলটির পাশে গিয়ে মুহূর্তের মধ্যে ছাগলটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন পথচারী ঘটনাটি দেখে চিৎকার দিলে স্থানীয়রা ৩জন ছাগল চোরকে আটক করে গণধোলাই দেয় ও পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশের হাতে তিন ছাগল চোর ও চোরাই কাজে ব্যবহৃত অটোরিক্সা তুলে দেন।