আলমডাঙ্গার মুন্সিগঞ্জের তেল পাম্প থেকে চুরির ২৪ ঘণ্টার মাথায় ট্রাক উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের তেল পাম্প থেকে চুরি হওয়া ট্রাক ২৪ ঘণ্টার মাথায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চারমাইল বাজার থেকে উদ্ধার করে পুলিশ। গত সোমবার ভোর রাতে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাট বাজারের একটি তেল পাম্পে পার্ক করা টাটা কোম্পানির ১৬১৫ মডেলের ঢাকা মেট্রো ট-১৬-২৮২৮ ট্র্রকটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। তেল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের কাজ চলতে থাকে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় ট্রাক মালিক নিমতলা গ্রামের শহিদুল একটি সাধারণ ডায়েরি করেন। থানা পুলিশ ট্রাকটি উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবিরের নির্দেশে গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মিরপুরের মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। চোরচক্র ট্রাকটি চুরি করে ট্রাকের দুটি টায়ার ও তেল চুরি করে মিরপুর উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চারমাইল বাজার নামক স্থানে রাস্তার পাশে ফেলে রেখে যায়। উদ্ধার অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই ইলিয়াস হোসেন ও এএসআই রমেন কুমার সরকার।

Comments (0)
Add Comment