আলমডাঙ্গার মুন্সিগঞ্জের বেতবাড়িয়া গ্রামে কিশোরের আত্মহত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দাসপাড়ায় অপূর্ব দাস (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার দুপুর ২টার দিকে নিজ ঘরে আড়ার সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের সাধন দাসের ছেলে অপূর্ব দাস (১৬) এর মা চিন্তা দাস তাকে ৩ বছরের শিশু রেখে মৃত্যু বরণ করেন। বাবার আদারে একটু একটু করে বড় হয়ে অপূর্ব সেলুনে কাজ করত। সম্প্রতি সে মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিল। ঘটনার দিন সকালে সেলুনে যাওয়ার বিষয়ে হালকা বকাঝকা করা হলে সে অভিমানে নিজের ঘরে ঢুকে আত্মহত্যা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে অপূর্বর দাদা শন্ন্যাসী দাস বলেন, ও অপূর্ব কিছুটা মনমরা ছিল অনেকদিন ধরে। আজ একটু বকাঝকা করতেই এই কা- করে বসলো।