আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিষ প্রয়োগ করে ১০টি কুকুর হত্যার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুরে পাউরুটির সাথে বিষ দিয়ে ১০টি পোষা কুকুর ও একটি বিড়াল হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা বলেন, গত ৩ দিন ধরে পাউরুটির সাথে বিষ মিশিয়ে রাস্তায় ছড়িয়ে রাখা হয়েছে। এতে অনেকগুলো বাচ্চা কুকুর মারা গেছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের মুনতাজ আলীর ছেলে সাত্তার, মৃত কাংগালি ম-লের ছেলে শাহীন, মৃত জাকির আলীর ছেলে আবু সাত্তার, মৃত ফরজ ম-লের ছেলে শফি, মৃত লোকমান হোসেনের ছেলে নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, গত ৩ দিন ধরে সোনাতনপুর গ্রামের মৃত মোকসেদ ম-লের ছেলে সার ও কীটনাশক ব্যবসায়ী আব্বাস আলী (৪৫) পাউরুটির সাথে বিষ মিশিয়ে বিষ দিয়ে আমাদের বাড়ির পোষা কুকুর হত্যা করেন। তার মধ্যে বেশ কিছু মা কুকুর ও বাচ্চাসহ একটি বিড়াল রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি বলেন, কোনোভাবেই প্রাণি হত্যা করা যাবে না। দোষী ব্যক্তির বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, বিষ প্রয়োগে প্রাণি হত্যার সুযোগ নেই। এ বিষয়ে বনবিভাগ ও প্রাণি সম্পদ কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

কুকুর হত্যা
Comments (0)
Add Comment