আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলগেটের যানজট নিরসনের কার্যক্রম শুরু

আজ থেকে মাপজোক : এরপর রাস্তার পাশের স্থাপনা উচ্ছেদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলগেট এলাকার যানজট নিরসনে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ বাজার পরিদর্শন ও বাজারের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আজ বুধবার থেকে থেকে শুরু হচ্ছে মাপজোকের কাজ। কয়েক দিনের মধ্যেই শুরু হবে রাস্তার দুপাশের স্থাপনা উচ্ছেদ।

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক। জেলার অন্যতম ব্যস্ত এ সড়ক দিয়ে নিয়মিত লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। সড়কের মুন্সিগঞ্জ রেলগেটের দু’পাশে রাস্তা সরু হওয়ার কারণে প্রতিনিয়তই বেধে থাকে যানজট। সাধারণ মানুষের পড়তে হয় নিদারুণ ভোগান্তিতে। জনসাধারণের দুর্ভোগ নিরসনে উদ্যোগ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জনসাধারণের নির্বিঘেœ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন তিনি। এমপি ছেলুন জোয়ার্দ্দারের নির্দেশে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর হস্তক্ষেপে এ কার্যক্রম শুরু হয়। এ লক্ষে আলমডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ বাজার পরিদর্শন এবং বাজারের নেতৃবৃন্দের সাথে কথা আলোচনা করেন। যানজট নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমসহ জেহালা বাজার কমিটির নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment