আলমডাঙ্গার রায়সা গ্রামের জহুরুল গাঁজাসহ গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার রায়সা গ্রামের ব্যবসায়ী জহুরুলকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নাগদাহ ইউনিয়নের চিলাভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রমজানের বাড়ি থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। জানা গেছে, উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের ইউসুফ শাহের ছেলে জহুরুল ইসলাম (৪৫) দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে। জহুরুল এলাকার বাইরে থেকে কেজি কেজি গাঁজা নিয়ে এসে খাসকররা, বায়সা, চিলাভালকীসহ আসপাশ গ্রামে খুচরা ও পাইকারি বিক্রয় করে। চিলাভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রমজানের বাড়ি বসে গাঁজ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান (পিপিএম)’র নেতৃত্বে অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে জহুরুলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে প্যাকেট করা ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।