আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এসিআই ফার্টিলাইজারের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:আলমডাঙ্গার হাটবোয়ালিয়াতে এসিআই ফার্টিলাইজারের উদ্যোগে গতকাল ৮ ডিসেম্বর সোমবার দুপুরে এক কৃষক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মিটিংয়ে অত্র এলাকার কৃষকদের মধ্যে কৃষিতে এসিআই ফার্টিলাইজারের বিভিন্ন পণ্য ব্যবহার ও আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মনিরুদ্দীনের সভাপতিত্বে এবং মার্কেটিং ম্যানেজার জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফার্টিলাইজারের এরিয়া সেলস ম্যানেজার আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বল্কের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবিএম মমিনুর রশিদ মমিন এবং ডিলার মহিদ উদ্দিন। এছাড়াও অত্র এলাকার প্রায় ২০ জন সফল কৃষক এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মাটির স্বাস্থ্যের উন্নতি ও উচ্চ ফলন নিশ্চিত করার লক্ষ্যে এসিআই ফার্টিলাইজারের সরবরাহ করা জৈব সার, ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফলিয়ার ফার্টিলাইজার সহ বিভিন্ন ধরনের সারের গুরুত্ব তুলে ধরেন। কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, ফসল তোলার পরের কৌশল, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং কৃষি-রাসায়নিকের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে কৃষকরা তাদের কৃষি উৎপাদন বাড়াতে নতুন কৌশল সম্পর্কে জানতে পারেন।