আলমডাঙ্গার হারদীতে জামায়াতের নির্বাচনি সভায় অ্যাড. রাসেল নতুন বাংলায় আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না

ভ্রাম্যমাণ/হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হারদী ইউনিয়ন জামায়াতের নির্বাচনি সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুয়াতলা-মহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. গিয়াস উদ্দিন। ‎প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। ‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। আমরা একটি দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজমুক্ত, ইনসাফ ভিত্তিক দেশ গড়তে চাই। জামায়াতের কর্মী সমর্থকসহ দেশবাসীকে জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। ‎বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা কর্মপরিষদ সদস্য ও আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, জি.এ সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন, ‎জি.এ সাংগঠনিক থানা নায়েবে আমির সেলিম রেজা, ‎থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ‎থানা কর্মপরিষদ সদস্য মো. ফরিদ উদ্দিন, ‎মাওলানা জহুরুল ইসলাম, মো.শাজাহান আলী, মো. আনোয়ার হোসেন, মাও. আব্দুল মোমিন, মো. জহুরুল ইসলাম মহসিন, ডা. হাসানুজ্জামান সোহেল, মাও. মহিউদ্দিন, মাও. মইন উদ্দিন প্রমুখ। ‎পরিচালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী। এদিকে, আলমডাঙ্গা বন্ডবিল মসজিদে জামায়াতের নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় আলমডাঙ্গা পৌর শাখার ৯নং ওয়ার্ডের আয়োজনে বন্ডবিল মসজিদে হাফেজ মুহাম্মদ হানিফের সভাপতিত্বে এ নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন স্বাধীনতার ৫৪ বছর পরেও সন্ত্রাসমুক্ত, ক্ষুধামুক্ত, দুর্নীতিমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারি নাই। আগামী বাংলাদেশ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সম্ভব জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দেয়া। আসুন আমরা দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য সঙ্ঘবদ্ধ ভাবে প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দিই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর শাখার অন্যতম নেতা, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের, আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন, পৌর আমির মাহের আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন। পৌর নেতা আব্দুল লতিফ, ব্যাংকার আব্দুল কুদ্দুস, ইট ভাটা মালিক বাবু, আ. সালাম, সুমন, ইসমাইল, রফিকুল ইসলাম, আব্দুর রহিমসহ ৪ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।