আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর বাসটার্মিনাল অদূরবর্তি অবৈধ লাটাহাম্বারের ধাক্কায় প্রাইভেটকার ও সোনারতরি পরিবহন দুমড়ে মুছড়ে গেছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে পৌর বাসটার্মিনাল ও উত্তরা ফিলিং ষ্টেশনের মাঝামাঝি এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গার দিক থেকে সোনারতরি পরিবহণ কুষ্টিয়া আসছিলো। বাসটি ঘটনাস্থলে পৌছালে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া প্রাইভেটকার বাসটিকে সাইড দেয়। এ সময় পিছন থেকে একটি ভুট্টা বোঝাই অবৈধ লাটাহাম্বার স্বজোড়ে প্রাইভেটকারের ধাক্কা মারে। প্রাইভেটকারটি গিয়ে সামনের একটি গাছের সাথে মেরে দেয়। এরপর ভুট্টা বোঝাই অবৈধ লাটাহাম্বার সোনারতরি পরিবহনের ডান সাউডে ধাক্কা মারলে বাসটির ডান সাইড দুমড়ে মুছড়ে যায়। প্রায় ২ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি উদ্ধার করে। এ ঘটনায় কেউ গুরুত্বর জখম হয়নি।