আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমডাঙ্গা উপজেলায় মাদক নিয়ন্ত্রণ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে মাদক চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় ২৫ জানুয়ারি খাদিমপুর ইউনিয়নে ভোট চাওয়াকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনাও আলোচনায় উঠে আসে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা কুষিবীদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রভাষক আমীর শফিউল আলম বকুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, নজরুল ইসলাম, আশিকুজ্জামান ওল্টু, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, এমদাদ মুন্সি, সোহানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান মহাবুল, মেহেরাজ হোসেন, আহসান হাবীব, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা,পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম(ভারপ্রাপ্ত), আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল মামুন, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, ছাত্র প্রতিনিধি আরাফত রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।