আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে যুবকের দেড় বছরের জেল

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ডাউকি গ্রামে মাদক সেবনের অপরাধে উজ্জ্বল হোসেন (২২) নামের এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল ৩টার দিকে ডাউকি গ্রামে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এ আদেশ দেন।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল হকের ছেলে উজ্জল হোসেন। তিনি দীর্ঘদিন যাবৎ গাঁজা সেবন করে আসছিলেন। এ নেশাযুক্ত দ্রব্য সেবনের কারণে প্রতিবেশীদের বিভিন্ন ধরণের উত্তেজনা সৃষ্টি করে আসছিলো। এছাড়াও কেউ তাকে গাঁজা সেবনে নিষেধ করলে তাকে মারপিট করতো বলে এলাকাবাসী অভিযোগ করতো। উজ্জ্বলের গাঁজা সেবন ও উশৃক্সখল আচরণের জন্য থানা পুলিশকে অবগত করে এলাকাবাসী। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ উজ্জ্বলের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় উজ্জলের নিকট থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্মকর্তা। উজ্জ্বলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Comments (0)
Add Comment