চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুষ্টিয়া হাইওয়ে সড়কের নওদাপাড়া ভাটার নিকট ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কালিদাসপুর-নওদাপাড়া মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১২) এবং ফরিদপুর গ্রামের মৃত শফি উদ্দিনের জামাই ও স্থানীয় একটি ফার্মের কর্মচারী পলাশ হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।