আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে করোনা মোকাবেলায় মতবিনিময় ছেলুন জোয়ার্দার এমপি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিদের করোনা ভাইরাস মোকাবেলায় বিষয়ক মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ১২ জুন বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি বলেন, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় প্রায় তিন মাস আমরা সকলে করোনার কারনে ঘর বন্দি জীবন যাপন করছি। শুধু বাংলাদেশ নয় বিশ্বের ২ শত ১৬ দেশে মহামারি করোনা তার থাবা বসিয়েছে। লক্ষ লক্ষ মানুষের জীবন হানী ঘটেছে, সমগ্র পৃথিবি জুড়ে এখন একটিই আতংক বিরাজ করছে। বাংলদেশে মহামারি কনোনায় প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে, সাড়ে ৫ শত মানুষ মৃত্যু বরন করেছে। আপনাদের কাছে অনুরোধ সরকারি বিধি নিশেধ মেনে চলুন, মুখে মাক্স ব্যবহার করবেন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করবেন। আমরা কিন্ত তৃতীয় ধাপে পা রেখেছি। এখন আরো সতর্ক হয়ে চলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেনে, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য আবু মুছা, সাবেক পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন,পৌর আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আমিরুল ইসলাম মন্টু, মহিলা কলেজের অধ্যক্ষ আবু সালে সালাউদ্দিন, প্রভাসক গোলাম সরোয়ার । উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান চঞ্চল, নুরুল ইসলাম দিপু, তরিকুল ইসলাম, আশিকুর রহমান ওল্টু, আব্দুর রাজ্জাক, সোনা উল্লাহ, খন্দকার মজিবুল, কামাল উদ্দিন, পরিমল কুমার ঘোষ, রেজাউল হক তবা, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাকিব, হাসান, রকি, বাদশা প্রমুখ। পরে এমপি ছেলুন আলমডাঙ্গা বধ্যভুমিতে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং বধ্যভুমির খোজ খবর নেন।

Comments (0)
Add Comment