আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠির আইনি সেবা নিশ্চিত করার লক্ষে দুইদিন ব্যাপী ইউপি সদস্যদের প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২গত মঙ্গলবার উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে ২ দিন দিনব্যাপী ইউপি সদস্যদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রম দেশের ৬১টি জেলায় পরিচালিত হচ্ছে। আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, সুবিধা বঞ্চিত ও পিঠিয়ে পরা জনগোষ্ঠির বেশির ভাগ মানুষ ইউনিয়ন পরিষদে আসেন আইনি সেবা পাওয়ার জন্য। এই প্রশিক্ষণ থেকে গ্রাম আদালত পরিচালনার দক্ষতা অর্জন করে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাইদুজ্জামান টিটোর উপস্থাপনায় প্রশিক্ষণ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পিপিএম)। তিনি বলেন, গ্রাম আদালত সঠিকভাবে পরিচালিত হলে বেশিরভাগ বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। গ্রাম আদালতের দেওয়ানী ও ফৌজদারী উভয় মামলা নিষ্পত্তি করার এখতিয়ার রয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন ফাইন্যান্স এন্ড প্রোগ্রাম অফিসার সাহাজুল ইসলামসহ প্রশিক্ষণ নিতে আসা ইউপি সদস্যবৃন্দ।