আলমডাঙ্গা অফিস:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে তার চাচাতো ভাই। সোমবার বিকেলে উপজেলার কালিদাশপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম হাফসা খাতুন। সে একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তার সঙ্গে খেলতে গিয়ে প্রাণে বেঁচে যাওয়া শিশুটির নাম ইব্রাহিম হোসেন (২)। সে নিহত হাফসার চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হাফসা ও ইব্রাহিম বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত তারা দুজনই পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ইব্রাহিমের বাবা মোবারক হোসেন পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় পানিতে দুটি হাত দেখতে পান। তিনি দ্রুত পুকুরে ঝাঁপ দিয়ে প্রথমে তার ছেলে ইব্রাহিমকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এরপর হাফসার বাবা রবিউল ইসলাম দূরে ভাসতে থাকা তার মেয়েকে উদ্ধার করেন।
দ্রুত তাদের দুজনকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কামুক্ত ঘোষণা করা হয়।
এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেকেই শিশুটিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। এশার নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে হাফসার দাফন সম্পন্ন হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খেলার সময় পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।