আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গা বুরো: আলমডাঙ্গায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়ছে। গতকাল শনিবার উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপ-পরিচালক সিদ্দীকা সোহেলী রশীদ। এ সময় তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক আবু তালেব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মেহেদী আল মামুদ (পিএইডি)। আলমডাঙ্গা সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের রেজি. অফিসার সাঈদ হাসান, দামুড়হুদা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হোসেন, চুয়াডাঙ্গা সদর সমাজ সেবা অফিসার মৌমিতা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সংগঠক কামরুল হাসান কাজল, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিয়িান রূগা, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা কর্মচারীসহ জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।