আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা এলাকায় ফুটপাত দখল এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। সম্প্রতি পরিচালিত এক অভিযানে বেশ কিছু প্রতিষ্ঠান ও যানবাহনকে জরিমানা করা হয়েছে। এ প্রসঙ্গে কথা বলেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
ফুটপাত দখল এবং যত্রতত্র পার্কিংয়ের কারণে পথচারীদের ভোগান্তির অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার হাইরোডে
এসি ল্যান্ড আশীষ কুমার বসুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এসময় অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং সহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি বলেন বলেন, “আমরা প্রায়শই দেখতে পাই যে এই সড়কে যত্রতত্রভাবে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন পার্ক করা থাকে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত বাধা সৃষ্টি হচ্ছে। পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারেন না, কারণ সেগুলো দখল করে রাখা হয়েছে। বাধ্য হয়ে তাদের রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হয়, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।”
নির্বিঘ্ন চলাচলের জন্য সচেতনতা প্রয়োজন
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো এই পরিস্থিতি থেকে আলমনগরবাসীকে মুক্তি দেওয়া। আমরা চাই শহরের সাধারণ মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচল করুক। এর জন্য প্রয়োজন আমাদের সবার সচেতনতা এবং নিয়ম-কানুন মেনে চলার মানসিকতা।”
আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
পৌরসভার পক্ষ থেকে এই বিষয়ে নজর রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা লাইসেন্সবিহীন ব্যবসা এবং ফুটপাত দখল করে রাখা বন্ধ করতে কাজ করছি। যে নিয়ম-কানুন আছে, সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। যারা আইন ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমনটা আপনারা দেখেছেন, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা যত্রতত্র পার্কিংয়ের জন্য জরিমানাও করা হচ্ছে।”
প্রশাসনের এই কঠোর অবস্থান ফুটপাত দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা যায়।
এসময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন