স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা পৌর শাখায় সূধী সমাবেশ ও দুস্থ মানুষের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা লায়লা কনভেনশনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, এই দুস্থ অসহায় মানুষের কল্যাণে সেলাই মেশিন ক্রয়ে যারা আর্থিক সহায়তা প্রদান করেছেন তারা মূলত মানবতার কল্যাণে কাজ করেছেন। আমি পৌর জামায়াতের নেতৃবৃন্দকে সেলাই মেশিন বিতরণ ও সাধারণ মানুষের নিরাপদ পানির জন্য টিউবয়েল পোতার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক বাদ জানাচ্ছি এবং সেই সাথে আগামী দিনে ঐতিহ্যবাহী আলমডাঙ্গার ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, প্রভাষক, শিক্ষক বৃন্দকে অনুরোধ জানায় আপনাদের যাকাত ও অন্যান্য দান সম্মিলিতভাবে দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, আশকার আলী, কুমারী ইউনিয়নের সাবেক আমির মাওলানা আব্দুল কাদের, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হাসমত উল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, ডা. লিয়াকত আলী, জোনাব ক্লথ স্টোরের স্বত্বাধিকারী আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল মিয়া, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক, প্রভাষক আব্দুল হাই, আব্দুল লতিফ, মোশারফ হোসেন, গৃহবিলাসের স্বত্বাধিকারী আব্দুল লতিফ, গোলাম রহমান বাবলু, মোশাররফ হোসেন, মুন্সী সোহরাব উদ্দিন, সামছুল আরেফিন রিপন, হায়াত আলি, মাওলানা আবু হানিফ, মাওলানা গোলাম মুক্তাদির, মশিউর রহমান প্রমুখ।