আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কেশবপুরের নাজমুল নিহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার যাদবপুরে সড়ক দুর্ঘটনায় নাজমুল নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

নাজমুল হক আলমডাঙ্গার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনাল মন্ডলের ছেলে।

নাজমুল আজ দুপুর ১২ টার দিকে কেশবপুর থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। যাদবপুর মোড়ে পৌঁছলে সড়কে হেটে যাওয়া একটি বিড়ালের ওপর দ্রুতগতির মোটরসাইকেল উঠে যাওয়ায় নাজমুল প্রচন্ড গতিতে সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পথচারিরা হারদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নাজমুলের পরিবারে শোকের মাতম চলছে।