আলমডাঙ্গা ‎আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও কুশল বিনিময় কালে মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার‎: আলমডাঙ্গা ‎আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও কুশল বিনিময় কালে
‎জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা–০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন,
‎ দূর্নীতি আর দুঃশাসন আমাদের দেশকে পিছিয়ে রেখেছে। তিনি গতকাল বুধবার বিকেল ৩টা থেকে
রাত আটটা পর্যন্ত আইল হাঁস ইউনিয়নের কুটিপাড়া, হোসেনপুর , বলেশ্বরপুর ছয়ঘরিয়াগ্রামে পথসভা, গণসংযোগ ও কুশল বিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন জনগণের জান–মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। ভয়–ভীতি ও অনিশ্চয়তা দূর করে একটি নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠা করা হবে। ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চাই।”

‎ছয়ঘরিয়া গ্রামে পথসভায় তিনি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে বলেন—
‎“আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ–গ্যাস–ইন্টারনেট সুবিধা এবং তরুণদের কর্মসংস্থান—এসব ক্ষেত্রেই আমরা যুগোপযোগী উন্নয়ন করবো ইনশাআল্লাহ।”

‎তিনি আরও বলেন—
‎“দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার সুরক্ষা, নিরাপদ আবাসন এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশ—এসবই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

‎জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন—
‎“দেশের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।”

‎এসময় আরও উপস্থিত ছিলেন—
‎জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম,
‎আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলও
‎উপজেলা সেক্রেটারী মোঃ মামুন রেজা প্রমুখ।