মুন্সিগঞ্জ প্রতিনিধি:বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী শামীম হোসেনের স্ত্রী রূপান্তি খাতুন তার শিশু পুত্র রায়হান (৪) কে নিয়ে রাস্তা পার হবার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় শিশুপুত্র রায়হান মায়ের হাত ছিটকে রাস্তার উপরে চলে আসে। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি অটো রিক্সা শিশুকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে আলমডাঙ্গা স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এসময় চুয়াডাঙ্গার ভালাইপুরের জোড়াঘাটা গ্রামের জালালের ছেলে অটো চালক রুবেলকে অটো রিকশাসহ আটক করে গ্রামবাসী । শিশুটির মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। শিশুটির মা বাবা ও নিকট আত্মীয় স্বজনদের আজাহারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। কেউই ধরে রাখতে পারেনি চোখের অশ্রু। গ্রাম সূত্রে জানাই, মৃত শিশু পুত্র রাহানের পিতা শামীম সৌদি আরব প্রবাসী। তিনি কিছুদিন আগে দেশে ফিরেছেন। রায়হানসহ তার আরেকটি ৭ বছরের জামিলা নামে একটি কন্যা সন্তান রয়েছে। এ ব্যাপারে সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ হাড়ি পুলিশের ইনচার্জ এসআই আলমগীর কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারপূর্বক লাশের সুরতহাল রিপোর্ট করেন।