আলমডাঙ্গা উপজেলার ঢাবি পড়ুয়াদের সংগঠন ডুসার কমিটি গঠন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গা-(ডুসা)-এর ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল চত্বরে এ কমিটি গঠন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসান আল নোমানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী বায়েজিদকে মনোনীত করা হয়েছে। নোমান এবং বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও, সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মহুয়া খাতুন। ডুসার সদ্য সাবেক সভাপতি জীবন আহমেদ এবং সাধারণ সম্পাদক মোমিন সাগর কর্তৃক আয়োজিত চড়ুই ভাতি ও মিলনমেলা অনুষ্ঠান শেষে এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, আলমডাঙ্গা থেকে ঢাকাতে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং চুয়াডাঙ্গা জেলায় উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার অঙ্গীকার করেছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।